২৭ লক্ষ পার Corona আক্রান্তের সংখ্যা, সুস্থতার হার ৭৩.১৮ শতাংশ

Tue, 18 Aug 2020-10:22 am,

প্রতিনিয়তই বাড়ছে ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৫৫,০৭৯ নতুন কোভিড পজিটিভ কেস ধরা পড়েছে। এই নিয়ে মোট পজিটিভ কেসের সংখ্যা দাঁড়াল ২৭,০২,৭৪২। 

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এখনও পর্যন্ত ৫১,৭৯৭ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৮৭৬ জন।

তবে এর মধ্যেও একটু হলেও আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। দেশের এখন করোনায় সুস্থতার হার ৭৩.১৮ শতাংশ। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৯,৭৭,৭৭৯ জন। 

প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠে ধীরে ধীরে করোনা চিকিত্সার পরিকাঠামো তৈরি হওয়ায় সুস্থতার হার বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে। দ্রুত হারে টেস্টিংয়েও দেওয়া হচ্ছে জোর। ফলে দ্রুত করোনা আক্রান্তকে কোয়ারেন্টিনে পাঠানো যাচ্ছে। আইসিএমআর-এর তথ্যানুসারে এখনও পর্যন্ত ৩.০৯ কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই টেস্ট করা হয়েছে ৮,৯৯,৮৬৪টি নমুনা। 

করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বের তৃতীয় স্থানে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link