দেশে নোভেল জয়ী ৭ লক্ষ, মৃত ২৭ হাজার, এক দিনে আক্রান্তও নজিরবিহীন

Mon, 20 Jul 2020-11:14 am,

নিজস্ব প্রতিবেদন: ৪০ হাজার ৪২৫! এটাই গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা। যা এ পর্যন্ত সর্বোচ্চ। গোটা ভারতে এখন মোট করোনা আক্রান্ত ১১ লক্ষ ১৮ হাজার ৪৩ জন। মোট প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৪৯৭ জন।

দেশে এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ৯০ হাজার ৪৫৯। নোভেল যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭ লক্ষ ৮৬ জন। দেশে এখন সুস্থতার হার ৬২.৬১ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫১৮ জন। ঠাকরে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ১০ হাজার ৪৫৫। সে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৩২। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৬৯ হাজার ৫৬৯ জন। মোট করোনা থাবায় প্রাণ হারিয়েছেন  ১১ হাজার ৮৫৪ জন।

গত ২৪ ঘন্টায় তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৭৯ জন। এখন মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৭০ হাজার ৬৯৩। সক্রিয় করোনা আক্রান্ত ৫০ হাজার ২৯৭। সে রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে মোট ২ হাজার ৪৮১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ১৭ হাজার ৯১৫ জন।

গত ২৪ ঘন্টায় দিল্লিতে মোট করোনা আক্রানত হয়েছেন ১ হাজার ২১১ জন। দিল্লিতে কোভিডের কবলে প্রাণ হারিয়েছেন মোট ৩ হাজার ৬২৮ জন। রাজধানীতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ২২ হাজার ৭৯৩ জন। সক্রিয় ১৬ হাজার ৩১ জন রোগী। করোনাকে কাত করে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৩ হাজার ১৩৪ জন। রাজ্যভিত্তিত এমনই তথ্য মিলেছে সংবাদমাধ্যম মারফত।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link