অযোধ্যা মমালায় মধ্যস্থতাকারী শ্রী শ্রী রবিশঙ্করের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন ওয়েসি!
অযোধ্যায় জমি বিবাদ মেটাতে মধ্যস্থতায় আস্থা প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এর জন্য ৩ সদস্যের একটি কমিটি গড়ে দিল শীর্ষ আদালত। ওই কমিটির অন্যতম এক সদস্যের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন প্রধান আসাদউদ্দিন ওয়েসি।
সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া কমিটিতে রয়েছে আর্ট অব লিভিং প্রধান শ্রী শ্রী রবিশঙ্কর, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফ এম আই খলিফুল্লাহ ও বর্ষীয়ান আইনজীবী শ্রীরাম পঞ্চু। এদের মধ্যে রবিশঙ্করকে নিয়েই আপত্তি তুলেছেন ওয়েসি।
শুক্রবার ওয়েসি বলেন, আদালত রবিশঙ্করকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছে। কিন্তু রাম মন্দির নিয়ে তাঁর অবস্থান মানুষের কাছে স্পষ্ট। তিনি একসময় মুসলিমদের হুমকি দিয়েছিলেন, মুসলিমরা যদি অযোধ্যার অধিকার ছেড়ে না দেয় তাহলে ভারত সিরিয়া হয়ে যাবে। এর থেকে ভালো হতো সুপ্রিম কোর্ট যদি একজন নিরপেক্ষ ব্যক্তিকে মধ্যস্থতাকারী হিসেব নিয়োগ করত।
ওয়েসি আরও বলেন, মধ্যস্থতাকারীদের মধ্যে অন্য দুজন এই ধরনের কোনও মন্তব্য করেছেন কী! করেননি।
আমার মনে হয় যেহেতু সুপ্রিম কোর্ট একটা মধ্যস্থতার ব্যবস্থা করেছে তাই মুসলিমদের সেখানে যাওয়া উচিত ও তাদের মতামত জানানো উচিত।