১৫ বছরের বেশি সময় ধরে একই গাড়ি (Car) চালাচ্ছেন? এবার বড় সিদ্ধান্ত নিতে হবে আপনাকে

Sat, 16 Jan 2021-4:14 pm,

১৫ বছরের বেশি সময় ধরে একই গাড়ি চালাচ্ছেন? এবার হয়তো আপনাকে বড়সড় সিদ্ধান্ত নিতে হবে।

 

পুরনো গাড়ি পুরনো প্রেমের মতো। পুরনো গাড়ির মায়া ত্যাগ করা এত সহজ নয়। তবে সরকারি নির্দেশ এলে তো আর কিছু করার থাকবে না, তাই না! 

কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) ইঙ্গিত দিলেন, ১৫ বছরের পুরনো গাড়ির ক্ষেত্রে তাঁর দফতর কড়া ব্যবস্থা নিতে পারে।

১৫ বছরের পুরনো গাড়ি, লরি, ট্রাকের  ঠিকানা হতে পারে আস্তাকুঁড়। নীতিন গড়করি এদিন তেমনই ইঙ্গিত দিয়েছেন। 

পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে বা পরেই পুরনো গাড়ি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র।

দেশের  Automobile Industry চাঙ্গা করতে নতুন সিদ্ধান্ত নিতে শুরু করেছে পরিবহণ মন্ত্রক। সেইসঙ্গে দূষণ নিয়ন্ত্রণেও কড়া হতে চায় নীতিন গড়করির দফতর।

যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর দফতর  (PMO)। পুরনো গাড়ির ধ্বংসাবশেষ নতুন গাড়ি নির্মাণেও কাজে লাগানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী। 

নীতিন গড়করি বলেছেন, ''আমাদের দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রি ৪.৫ লক্ষ কোটি টাকার। তার মধ্যে দেড় লাখ কোটি টাকা বিদেশি বিনিয়োগ। আমরা এখানে আত্মনির্ভরতা গড়ে তুলতে চাইছি। আমরা পুরনো গাড়ি থেকে নতুন গাড়ি তৈরি করার পরিকল্পনা করছি। তাতে দেশের বাজারে বেশি গাড়ি তৈরি হবে। নির্মাণে খরচ হবে কম। ফলে গাড়ির দামও কমানো সম্ভব হবে।'' 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link