প্রয়াত হলেন ১৫,০০০ শিশুর প্রসব করানো জননী আম্মা

Tue, 25 Dec 2018-8:08 pm,

চলে গেলেন জননী আম্মা। মঙ্গলবার বিকেলে প্রয়াত হলেন পদ্মশ্রী প্রাপক সুলাগিট্টি নরসম্মা।

কোনওরকম যন্ত্রের সাহায্য ছাড়াই কর্ণাটকের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ১৫ হাজারের অধিক মহিলার নিরাপদ প্রসব করিয়েছেন সুলাগিট্টি আম্মা।

বেঙ্গালুরুতে একচি বেসরকারি হাসপাতালে ফুসফুসের সমস্যা নিয়ে ভর্তি করা হয়েছিল জননী আম্মা। গত ৫দিন তাঁকে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছিল। এদিন শেষ নিশ্বাস ত্যাগ করেন নরসম্মা। 

১৯২০ সালে জন্মগ্রহণ করেন সুলাগিট্টি আম্মা। তখন তাঁর সম্প্রদায়কে 'অস্পৃশ্য' ভাবা হত। পড়াশুনোরও সুযোগ হয়নি। অথচ সেই মহিলাই কর্ণাটকের প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রসব করাতেন। কন্নর শব্দ 'সুলাগিট্টি'র অর্থ দাইমা।

কোনও ধরনের অস্ত্র ছাড়াই মাতৃগর্ভে থাকা শিশুর স্পন্দন বুঝতে সক্ষম ছিলেন নরসম্মা। শুধু তাই নয়, নতুন মায়েদের আর্যুবেদিক ওষুধও দিতেন তিনি। 

কোথা থেকে শিখেছিলেন এমন বিদ্যা? নরসম্মা নিজেই জানিয়েছিলেন, তাঁর মায়ের কাজ থেকেই শেখা। ২০ বছর বয়সে প্রথম সন্তান প্রসব করিয়েছিলেন সুলাগিট্টি। 

নিরক্ষর অথচ চিকিত্সরাও যে সব প্রত্যন্ত গ্রামে যেতেন, সেখানেই ভরসা দিতেন জননী আম্মা। ২০১৪ সালে তাঁকে সাম্মানিক ডক্টরেটে ভূষিত করে টুমকুর বিশ্ববিদ্যালয়। চলতি বছর ২০ মার্চ তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।    

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link