Airstrike in Afghanistan: পাক বিমান হামলা আফগানিস্তানে! রাতের আকাশ ঘিরেছে আগুন! নিহত প্রায় ৫০...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়দিনের আগের রাতে অর্থাৎ মঙ্গলবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ গেল অন্তত ৪৬ জনের।
নিহতের মধ্যে রয়েছেন নারী ও শিশুরাও। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
সংবাদমাধ্যমের দাবি হামলায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। একাধিক নারী ও শিশুসহ মৃত্যু হয়েছে আরও অন্তত ১০ জনের।
হামলায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বারমালের মুর্গ বাজার গ্রামটি। এখনও ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে।
আফগানিস্তানের শাসক তালিবান তাদের দাবি, ওয়াজিরিস্তানের শরণার্থী শিবিরের নিরপরাধ সাধারণ মানুষকে নিশানা করে এই হামলা চালিয়েছে পাকিস্তান। দরকারে পাল্টা জবাব দেবে আফগানিস্তান।