ইমরানের মুখোশ খুলে গেল, মুক্তির আগে অভিনন্দনকে দিয়ে জোর করে ভিডিয়ো শ্যুট
জেনেভা চুক্তি ও ভারতের চাপে পড়ে অভিনন্দনকে মুক্তির সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছিলেন ইমরান খান। বৃহস্পতিবার পাক সংসদের যৌথ অধিবেশনে ইমরান খান ঘোষণা করেন, শান্তির লক্ষ্যে অভিনন্দনকে ভারতে ফিরিয়ে দেবে পাকিস্তান। শুক্রবার সাড়ে নটা নাগাদ ভারতের মাটিতে পা রাখেন অভিনন্দন বর্তমান। কিন্তু তার আগে প্রোপাগান্ডা ছড়াতে ভারতীয় পাইলটকে ব্যবহার করল ইসলামাবাদ।
কিন্তু পাকিস্তানে শাসক বদলালেও আগের মতোই রয়ে গিয়েছে তারা। অভিনন্দন বর্তমানের মুক্তির ঠিক আগে ভিডিয়ো শ্যুট করে তারা।
জেনেভা চুক্তি ভেঙে অভিনন্দনকে জোর করে ভিডিয়ো শ্যুট করা হয়েছে। আর ১ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিয়োয় রয়েছে অন্তত ১৫টি কাট। আর এতেই স্পষ্ট, রীতিমতো পাখি পড়ানোর মতো অভিনন্দনের মুখ দিয়ে যা ইচ্ছে তা-ই বলিয়েছে ইমরানের পাকিস্তান।
আর ওই ভিডিয়োয় উইং কমান্ডারকে দিয়ে বলানো হয়েছে, পাকিস্তানিরা কত ভাল, খাতির-যত্ন করে ইত্যাদি। এমনকি ভারতীয় মিডিয়াকেও ভয় পায় পাকিস্তান। মিডিয়ার সমালোচনাও করানো হয়েছে ভারতীয় পাইলটকে দিয়ে।
চাপে পড়ে ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার পর নিজেকে শান্তির মসিহা বলে প্রচার করেছিলেন ইমরান খান। কিন্তু কূলভূষণ যাদবের মতোই অভিনন্দনকে দিয়েও ভিডিয়ো শ্যুট করিয়ে নিজেই নিজের মুখোশ খুলে দিলেন ইমরান। ভারতীয়রা কটাক্ষ করে বলছেন, এবার থেকে এডিটিংয়ের ভাল সফটওয়্যার ব্যবহার করুন ইমরান খান।