পরতে পরতে খুলে যাচ্ছে পাকিস্তানের মিথ্যের খোলস
ভারতীয় বায়ুসেনার হামলায় বালাকোটে গুঁড়িয়ে গিয়েছে জিহাদি ক্যাম্প। অডিও ক্লিপে মানল মাসুদের ভাই। কার্যত একই দাবি করছেন এক ইতালীয় সাংবাদিকও।
খতম হয়েছে কমপক্ষে পঞ্চাশজন জঙ্গি। নিহত ISI হোমড়াচোমড়ারাও। অর্থাত্ কোনও ক্ষতি না হওয়ার পাক তথ্য একদম ধরাশায়ী।
২৫ ফেব্রুয়ারি- ভোর ৩.৩০। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে উড়ে গেল ভারতীয় যুদ্ধবিমান। গুঁড়িয়ে দিল পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি।
ইসলামাবাদের দাবি ছিল, তেমন কোনও ক্ষতিই হয়নি। শুধু নষ্ট হয়েছে বনাঞ্চল।
কিন্তু, সেটা যে কতটা ভুল, তা প্রমাণিত হয়ে গেল জইশের এক শীর্ষ কমান্ডারের কথায়। সামনে এসেছে মাসুদ আজহারের ভাই মৌলানা অম্মরের অডিও ক্লিপ। যদিও এই অডিও ক্লিপের সত্যতা জি চব্বিশ ঘণ্টা যাচাই করেনি।
প্রমাণের এখানেই শেষ নয়। জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া নিয়ে ভারতের দাবির পাশে দাঁড়িয়েছেন এক ইতালীয় সাংবাদিকও।
জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণ হিসেবে তাঁর কাছে কিছু ভিডিও রয়েছে বলেও দাবি মারিনোর। অর্থাত পাকিস্তান অস্বীকার করলেও পোক্ত হচ্ছে ভারতের দাবিই।