ইসলামিক দেশগুলির সংগঠনে বিশেষ অতিথি সুষমা, বয়কটের পথে পাকিস্তান
ইসলামিক সহযোগ সংগঠন বা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনেও কোণঠাসা পাকিস্তান। মুখ বাঁচাতে সম্মেলন বয়কট করতে চলেছে ইসলামাবাদ।
পাকিস্তানের গোঁসার কারণ, ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
আবুধাবিতে ইসলামিক সহযোগ সংগঠন বা ওআইসি-র বৈঠকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে সুষমা স্বরাজকে। সেখানে থাকবেন বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।
পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেসির জানিয়েছেন,সংযুক্ত আরব আমিরশাহির বিদেশমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সুষমা স্বরাজকে আমন্ত্রণ নিয়ে পাকিস্তানের আপত্তি রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সুষমা স্বরাজ থাকলে পাকিস্তানের থাকা সম্ভব নয়।
বিশ্বের ৫৭টি দেশের সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশন। তার মধ্যে ৪০টি দেশই মুসলিম প্রধান। ফলে ইসলামিক দেশগুলির সংগঠনেও কোণঠাসা ইসলামবাদ।