Pakistan: ভারতের আশীর্বাদ পেলেই সিদ্ধিলাভ! এই ৫ শর্তেই বাবরদের সুপার এইট, জানুন পুরো সমীকরণ
টি-২০ বিশ্বকাপের প্রথম ম্য়াচে পাকিস্তান সুপার ওভারে হারে ইউএসএ-র কাছে। দ্বিতীয় ম্য়াচেও বাবর আজমদের হারতে হয়েছে ভারতের কাছে। ব্য়াক-টু-ব্য়াক দুই ম্য়াচ হেরে পাকিস্তান এবার গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে চলেছে। রোহিত শর্মাদের দাক্ষিণ্যেই হতে পারে সিদ্ধিলাভ! খুলতে পারে সুপার এইটের রাস্তা।
এই মুহুর্তে গ্রুপ-'এ'-তে পাঁচ দলের মধ্য়ে পাকিস্তান চারে। পাকিস্তানের হাতে আছে আর দু'টি ম্য়াচ। সুপার এইটে কোয়ালিফাই করার জন্য় বাবরদের কানাডা ও আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে শুরু বড় ব্য়বধানে জিতলেই হবে না। তাদের তাকিয়ে থাকতে হবে ভারত ও আয়ারল্য়ান্ডের দিকে। ৫ শর্তেই পাকিস্তান যেতে পারে সুপার এইটে। জানুন পুরো সমীকরণ।
শর্ত-১
আগামিকাল অর্থাৎ মঙ্গলবার নিউ ইয়র্কে পাকিস্তানকে রেকর্ড ব্য়বধানে হারাতে হবে কানাডাকে।
শর্ত-২
পাকিস্তান শুধু ইউএসএ-র বিরুদ্ধে ভারতের জয়ের প্রত্য়াশাই করবে না, বাবররা চাইবেন ভারত যেন বাইডেনের দেশকে একেবারে গুঁড়িয়ে দেয়। যাতে নেট রানরেটের প্রশ্নই না ওঠে।
শর্ত-৩
পাকিস্তান চাইবেন আয়ারল্য়ান্ড যেন এই ম্য়াচ জেতে আয়োজক দেশের বিরুদ্ধে।
শর্ত-৪
পাকিস্তান চাইবে ভারত যেন কানাডার উপর রোডরোলার চালিয়ে দেয়
শর্ত-৫
পাকিস্তানের ইচ্ছামতো যদি আগের চার শর্ত পূরণ হয়, তাহলেও পাকিস্তানকে ভালো ব্য়বধানেই হারাতে হবে আইরিশদের।