সৌহার্দ্যের ছবি! ভারতের সুধীর গৌতমকে সাহাযার্থে এগিয়ে এলেন পাকিস্তানি চাচা
সীমান্তের দুই পারের দুই একনিষ্ঠ ক্রিকেট সমর্থক যেন নতুন এক উদাহরণ তৈরি করলেন। ক্রিকেট দেখেন অথচ সুদীর গৌতমকে চেনেন না, এমন সমর্থক বোধ হয় নেই বললেই চলে। আবার পাকিস্তানের চাচা-কে চেনেন না এমন ক্রিকেটপ্রেমী মানুষও কম।
সমস্যা জর্জরিত এক ভারতীয় ক্রিকেট সমর্থকের জন্য এগিয়ে এলেন এক পাকিস্তানি সমর্থক। ক্রিকেটে যেন নতুন এক দৃষ্টান্ত স্থাপন হল।
মনে মনে ভেবেছিলেন, প্রতিবারের মতো এবারও তিনি মুখে ও গায়ে তেরঙা এঁকে, হাতে পেল্লাই পতাকা নিয়ে এশিয়া কাপ দেখতে যাবেন। কিন্তু ক্রমেই হতাশ হয়ে পড়ছিলেন সুধীর।
হাজার চেষ্টা করেও সুধীর গৌতম এশিয়া কাপের জন্য টিকিট কেনার অর্থ জোগাড় করতে পারছিলেন না। তাই একটা সময় এশিয়া কাপ দেখতে সংযুক্ত আরব আমিরশাহী যাবেন না বলেই ঠিক করেছিলেন তিনি।
ভারতীয় দলের একনিষ্ঠ সমর্থক যেমন সুধীর গৌতম, পাকিস্তানে তেমনই ‘চাচা’। গত কয়েক দশক ধরেই পাকিস্তান ক্রিকেট দলের খেলা দেখতে দেশ-বিদেশে ছুটে যান তিনি। তাই তিনি সুধীরের দুঃখটা বুঝতে পেরেছিলেন। আর নির্দ্বিধায় সুধীরকে সাহায্য করতে এগিয়ে আসেন।
“আমি সুধীরকে বলেছিলাম, তুমি শুধু এখানে একবার এসো। তারপর তোমার যাবতীয় দায়িত্ব আমার। আমি ধনী নই। কিন্তু, আমার মনটা সমুদ্রের মতো বড়। তোমাকে সাহায্য করলে আল্লা খুশি হবেন”। বলছিলেন পাকিস্তানি চাচা।
ভারত ও পাকিস্তানের এই দুই একনিষ্ঠ সমর্থক একসঙ্গে গ্যালারিতে বসে দেশের জন্য গলা ফাটালেন। ক্রিকেটে এর থেকে ভাল ছবি আর কিছু হতে পারে!