লকডাউনের মাঝে ১৫ বছরের কেরিয়ারে দাড়ি টানলেন পাকিস্তানের সুন্দরী ক্যাপ্টেন
লকডাউনের মাঝেই আচমকা অবসর ঘোষণা করে দিলেন পাকিস্তানের সুন্দরী ক্যাপ্টেন সানা মীর। পাকিস্তানের হয়ে ১৫ বছর ক্রিকেট খেলেছেন তিনি।
গত বছর নভেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে তিনি শেষ ম্যাচ খেলেছিলেন। পাকিস্তানের হয়ে খেলেছেন মোট ২২৬টি আন্তর্জাতিক ম্যাচ।
২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত ১৩৭টি ম্যাচে সানা মীর পাকিস্তানের অধিনায়ক ছিলেন। অফ স্পিনার অলরাউন্ডার ছিলেন তিনি।
পাকিস্তানের জার্সিতে ১২০ ওয়ানডে খেলে ১৫১টি উইকেট পেয়েছেন তিনি। ১০৬ টি টি-২০ খেলে ৮৯টি উইকেট শিকার করেছেন।
২০১৮ সালে আইসিসির বিচারে বিশ্বের এক নম্বর বোলারর নির্বাচিত হয়েছিলেন সানা। উইজডেন—এর বিচারে দশকসেরা মহিলা ক্যাপ্টেন হওয়ার সম্মান রয়েছে তাঁর ঝুলিতে। মহিলাদের ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি হিসাবেও নাম রয়েছে তাঁর।