করোনাকে হারিয়ে ফিরলেন পাকিস্তানের ক্রিকেটার! বললেন, আল্লাহ্ সারিয়ে তুলেছে
করোনায় আক্রান্চত হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ওপেনার তৌফিক উমর। তবে তাঁর শরীরে কোনও উপসর্গ ছিল না। শরীরের তাপমাত্রা কিছুটা বেশি থাকায় করোনা টেস্ট করেছিলেন তিনি।
৩৮ বছর বয়সী তৌফিক জানিয়েছেন, করোনা আক্রান্ত হলে অকারণে ভয় পাওয়ার কিছু নেই। তিনি বলেছেন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারলে এই প্রাণঘাতী ভাইরাস রোখা সম্ভব।
তৌফিক বলেছেন, আল্লাহ্ তাঁকে সারিয়ে তুলেছে। আল্লাহ্র জন্যই এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই জিতেছেন তিনি। যদিও সরকারের তরফে বারবার বলা হচ্ছে, এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চিকিত্সক, স্বাস্থকর্মীরাই আমাদের আসল শক্তি। তাঁদের জন্যই বহু আক্রান্ত সেরে উঠছেন।
পাকিস্তানের হয়ে ৪৪টি টেস্ট ও ২২ টি ওয়ান ডে খেলেছেন তৌফিক। তিনি বলেছেন, করোনা সমস্যা হালকাভাবে নেওয়ার কোনও জায়গা নেই।
তৌফিক দু সপ্তাহ বাড়িতেই সেলফ আইসোলেশনে ছিলেন। বাড়িতেই তাঁর চিকিত্সা চলছিল। তৌফিক বলেছেন, তিনি বাচ্চা ও বয়স্কদের থেকে এখনও দূরত্ব বজায় রেখে চলছেন। তবে তাঁর রিপোর্ট এখন নেগেটিভ এসেছে।