বল বিকৃতি কাণ্ডে দোষী সাব্যস্ত পাকিস্তানের ওপেনার, শুধু জরিমানা দিয়েই ছাড়!
বল বিকৃতি কাণ্ডে দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ। তবে এবারের মতো শুধু জরিমানা দিয়েই ছাড় পেয়ে গেলেন তিনি।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে বল বিকৃতি করেছিলেন আহমেদ। তিনি সেন্ট্রাল পাঞ্জাব দলের অধিনায়ক।
সেন্ট্রাল পাঞ্জাব ও সিন্ধের ম্যাচ চলাকালীন বল বিকৃতি করেছিলেন শেহজাদ। মিড অন পজিশনে ফিল্ডিং করার সময় তিনি বল বিকৃতি করেছিলেন।
সিন্ধ দলের ব্যাটসম্যানরা শেহজাদের এমন কাণ্ড দেখে আম্পায়ারের কাছে অভিযোগ করেছিলেন। আন্তর্জাতিক স্তরের ক্রিকেটে বল বিকৃতি কাণ্ডে দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কিন্তু পাকিস্তান ক্রিকেটে মাত্র ম্যাচ ফি-র পঞ্চাশ শতাংশ জরিমানা দিয়েই ছাড় পেয়ে গেলেন শেহজাদ।
দীর্ঘদিন দলের বাইরে রয়েছে শেহজাদ। এর আগে তিনি একবার ডোপ টেস্টেও পজিটিভ হয়েছিলেন। সেবারও শাস্তির মুখে পড়তে হয়েছিল তাঁকে।