টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে এবার পাকাপাকিভাবে ইংল্যান্ডে থাকতে চান মহম্মদ আমির!
বিশ্বকাপের পরই আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির।
টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না ২৭ বছর বয়সী পাক পেসার মহম্মদ আমিরকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে আমিরের টেস্ট থেকে অবসর ভাবিয়ে তুলেছে পাকিস্তানের নির্বাচকদের।
টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করতে চান। সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল পারফর্ম করতেই টেস্ট থেকে অবসর বলে জানান আমির।
সূত্রের খবর, এবার ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন মহম্মদ আমির। ইতিমধ্যেই ব্রিটিশ নাগরিকত্বের জন্য অবেদন করেছেন পাক পেসার।
২০১৬ সালে সেপ্টেম্বর মাসে ব্রিটিশ নাগরিক নার্গিস মালিককে বিয়ে করেন আমির। সেই সুবাদেই ৩০ মাস বিলেতে থাকতে পারবেনপাক পেসার। আর সেই সূত্রেই এবার ব্রিটিশ নাগরিকত্ব নেওয়ার পদক্ষেপ।