বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ভারতকে নিয়ে ঠাট্টা নোবেলজয়ী মালালার
লন্ডনের দ্য মল-এ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ভারতকে ঠাট্টা করলেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই।
উদ্বোধনী অনুষ্ঠানের অঙ্গ হিসাবে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে সব থেকে কম রান করেছিল ভারত। আর সে জন্যই ভারতকে নিয়ে ঠাট্টা করে গেলেন মালালা।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দশটি দেশের দুজন করে প্রতিনিধি সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। একজন প্রাক্তন ক্রিকেটার ও একজন সেলিব্রিটি। ভারতের হয়ে অনিল কুম্বলে ও ফারহান আখতার ৬০ সেকেন্ডে মাত্র ১৯ রান করেন।
পাকিস্তানের হয়ে মালালা ও প্রাক্তন ক্রিকেটার আজহার আলি ৩৮ রান করেন। প্রতিযোগিতার শেষে সঞ্চালিকা শিবানী দাণ্ডেকর মালালাকে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করেন। মালালা তখন বলেন, ''খারাপ তো নয়, পাকিস্তান ভালই খেলেছে। আমরা সপ্তম হয়েছি। যাই হোক, ভারতের মতো সবার শেষ তো হইনি।'' মালালার এই ঠাট্টা ভারতীয় সমর্থকরা ভাল চোখে নেননি।
ইংল্যান্ডের কেভিন পিটারসন ও রিয়ালিটি স্টার ক্রিস হগস প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রান করেন। তাঁরা করেন ৭৪। অস্ট্রেলিয়া ৬৯ রান করে দ্বিতীয় হয়।