পাচারের আগেই ফিল্মি কায়দায় উদ্ধার `বিলুপ্তপ্রায়` প্যাঙ্গোলিনের আঁশ
ভূটানে পাচার হওয়ার আগেই রংপো থেকেই উদ্ধার করা হল কয়েক লাখ টাকার প্যাঙ্গোলিন আঁশ।
উদ্ধার হওয়া প্যাঙ্গোলিন আঁশের বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। সিকিম থেকে ভূটানে পাচারের পরিকল্পনা ছিল আঁশগুলি।
গোপন সূত্রে খবর পেয়ে হাইওয়ের ধারে ওঁত্ পেতে বসেছিলেন বন দফতরের টাস্ক ফোর্সের কর্মীরা। দ্রুতগতিতে ধাবমান একটি গাড়িকে দেখেই তার পিছনে ধাওয়া করতে শুরু করেন তাঁরা। প্রায় ১ কিলোমিটার ধাওয়া করে গাড়িটি আটকান টাস্ক ফোর্সের কর্মীরা।
আঁশ পাচারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। ধৃতরা সকলেই সিকিমের বাসিন্দা।
ধৃতদের জেরা করে জানা গিয়েছে, 'বিলুপ্তপ্রায়' প্রজাতির প্রাণী প্যাঙ্গোলিনগুলিকে সিকিমেই হত্যা করা হয়েছে। তারপর মৃত প্যাঙ্গোলিনগুলিকে গরম জলে চুবিয়ে সেগুলির শরীর থেকে আঁশ সংগ্রহ করা হয়েছে।