নতুন হিন্দি ছবির শ্যুটিংয়ে রাজস্থান উড়ে গেলেন পাওলি দাম
শেষবার অনুষ্কা শর্মা প্রযোজিত 'বুলবুুল'-এ বিনোদিনীর চরিত্রে নজর কেড়েছেন পাওলি দাম। দর্শকরা পাওলির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ।
এবার ফের নতুন একটি হিন্দি ছবির শ্যুটিংয়ে রবিবার সকালে রাজস্থান উড়ে গেলেন পাওলি দাম।
মুখে মাস্ক, ফেস শিল্ড সহ সমস্ত নিরাপত্তা অবলম্বন করেই এদিন পাওলিকে বিমানবন্দরে দেখা গেল।
নিরাপত্তার জন্য বিমানে বসে হাতে গ্লাভস পরে থাকতেও ভোলেননি অভিনেত্রী।
যদিও কোন ছবির শ্যুটিংয়ের জন্য তিনি রাজস্থান যাচ্ছেন, সেবিষয়টি এখনই প্রকাশ্যে আনতে চাননি পাওলি।