CRPF Job: শূন্য পদ ২৪৩৯, শুরু হচ্ছে Paramedical Staff নিয়োগ, জানুন আবেদনের নিয়ম
নিজস্ব প্রতিবেদন: আগামী মাস থেকে শুরু হবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) অধীনে প্যারামেডিক্যাল স্টাফ পদে নিয়োগ। এই পদে কাজের জন্য আবেদন করতে পারবেন প্রাক্তন তথা অবসরপ্রাপ্ত CAPF পুরুষ ও মহিলারা। একই সঙ্গে আর্মড ফোর্সের অবসরপ্রাপ্ত কর্মীরা।
ইচ্ছুক চাকরিপ্রার্থীরা ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে আয়োজিত ইন্টারভিউ সেশনে অংশগ্রহণ করতে পারবেন।
এই কাজের বিষয়ে বিষদে জানতে crpf.gov.in-এই ওয়াবসাইটে ঢুঁ মারতে পারেন।
জানা গিয়েছে, CRPF, ITBP, SSB, AR ও BSF-এর প্যারামেডিক্যাল কর্মী পদে নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা ২৪৩৯ টি।
AR- ১৫৬ পদ, BSF- ৩৬৫ পদ, CRPF- ১৫৩৭ পদ, ITBP- ১৩০ পদ, SSB- ২৫১ পদ
CAPF, AR এবং আর্মড ফোর্সের কর্মীরা ৬২ বছর বয়স পর্যন্ত প্যারামেডিক্যাল স্টাফ হিসেবে কাজের জন্য আবেদন করতে পারবেন।
অবসর সার্টিফিকেট, জন্মের প্রমাণপত্র, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট। সমস্ত তথ্য বা ডকুমেন্টের আসল কপি এবং ফটো কপি অবশ্যই সঙ্গে রাখবেন। আবেদন পত্রের উপর পদের নাম লিখতে হবে। এছাড়া ৩টি পাসপোর্ট সাইজের ছবিও সঙ্গে রাখতে হবে। নির্বাচিত প্রার্থীদের কাজে যোগদানের সময় মেডিক্যাল টেস্ট বা শারীরিক পরীক্ষা করা হবে।
https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_219_1_878082021.pdf -এই লিঙ্কে গিয়ে খোঁজ নিলে পাওয়া যাবে শূন্যপদ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ।