পাতে গরম খিচুড়ি, মুখে ক্ষোভ, সরস্বতী পুজোয় নীল পাঞ্জাবিতে খোলামেলা শিক্ষামন্ত্রী
শ্রেয়সী গঙ্গোপাধ্যায় : আমুদে, ভোজনরসিক বলে বেশ পরিচিতি বলা ভালো সুখ্যাতি-ই আছে শিক্ষামন্ত্রীর। এদিন সরস্বতী পুজোর দিনও খোশমেজাজে ক্যামেরাবন্দি হলেন পার্থ চট্টোপাধ্যায়।
আজ নিজের কলেজ, আশুতোষ কলেজের সরস্বতী পুজোয় যোগ দেন শিক্ষামন্ত্রী। গাঢ় নীল রঙের পাঞ্জাবি, সঙ্গে গলায় উত্তরীয়। সরস্বতী পুজোর দিন একদম অন্যরকম মুডে পাওয়া গেল পার্থ চট্টোপাধ্যায়কে।
বাণীবন্দনার দিন নিজের কলেজে ফিরে হালকা মেজাজে শিক্ষামন্ত্রীকে টিপসও দিতে শোনা যায়। বলেন, "ছেলেদের বলি, সরস্বতী পুজোর দিন কিন্তু মেয়ে পছন্দ কোর না, ঠকে যাবে, সবাইকেই এক লাগে।"
প্রেম-চোখাচোখি এসব কিছুর পাশাপাশি সরস্বতী পুজো মানে দুপুরের খিচুড়িও। সেই খিচুড়ি খেতেও দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়কে।
এদিন কলেজে খিচুড়ি, বেগুনি,আলুর দম দিয়ে মন ভরে দুপুরের খাওয়া সারেন শিক্ষামন্ত্রী। তবে খিচুড়িতে রসনাতৃপ্তির সাথে সাথেই এদিন সমাবর্তন অনুষ্ঠান নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশও করেন পার্থবাবু।
ক্ষুব্ধ পার্থ চট্টোপাধ্যায় বলেন, "একটা কার্ড একজনের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে। এভাবে কেউ পাঠায়। সেইজন্য আমি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাইনি।"
উল্লেখ্য, মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও, পার্থ চট্টোপাধ্যায় আসেননি।