আধ খাওয়া সূয্যিমামাকে এভাবে দেখেছেন?
ভারতের বিভিন্ন অংশ থেকে এদিন দুপুরে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়।
দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে গ্রহণ।
সূর্যের সবচেয়ে বেশি অংশ ঢাকা পড়ে বিকেল সাড়ে ৩টে নাগাদ।
সূর্যগ্রহণের সময় কিছু কিছু বিধি নিষেধ মেনে চলা উচিত।
সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকাতে নেই।
আপনি যদি খালি চোখে কয়েক সেকেন্ডও সূর্যের দিকে তাকান, তাহলে রেটিনার মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে।
বায়নোকুলার, টেলিস্কোপের মাধ্যমেও একদম সূর্যের দিকে তাকানো উচিত নয়। কয়েক সেকেন্ডে অন্ধ হয়ে যেতে পারেন আপনি।
সানগ্লাস পরে সূর্যগ্রহণ দেখাও নিরাপদ নয়। চোখের ক্ষতি হতে পারে।
সবসময় বিশেষ 'একলিপস গ্লাস' পরেই গ্রহণ দেখা উচিত।
আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণের সময় হাল্কা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়।