রাজ্যসভার সাংসদ প্রার্থীদের অপরাধের খতিয়ান দেখলে চমকে উঠবেন
রাজ্যসভায় সাংসদ পদে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁদের ৯০ শতাংশই কোটিপতির তালিকায়, এমনই রিপোর্ট প্রকাশ করে এডিআর সংস্থা।
এই রিপোর্টের পাশাপাশি আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে এডিআর। কোন কোন রাজনৈতিক দলের রাজ্যসভা সাংসদ প্রার্থীদের সবচেয়ে বেশি অপরাধমূলক কাজকর্ম রয়েছে।
এই সমীক্ষা অভিযোগের ভিত্তিতে করা হয়নি। মামলা এবং এফআইআরের নথির উপর ভিত্তি করেই বানানো হয়েছে।
এডিআর রিপোর্ট অনুযায়ী, রাজ্যসভায় সাংসদ পদপ্রার্থীর ১৬ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। আর ৮ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা রয়েছে।
আরজিডি-র বিরুদ্ধে ১০০ শতাংশ অপরাধমূলক মামলা চলছে, যেখানে গুরুতর অপরাধের ক্ষেত্রে হার ৫০ শতাংশ।
দ্বিতীয় স্থানে রয়েছে শিবসেনা। এই দলের বিরুদ্ধে ১০০ শতাংশ অপরাধমূলক মামলা রয়েছে। তবে, গুরুতর অপরাধে কোনও রেকর্ড নেই শিবসেনার।
দক্ষিণের জনতা দল (সেকুলার) অপরাধের পরিমাণ ১০০ শতাংশ। যদিও গুরুতর অপরাধের কোনও রেকর্ড নেই।
নবীন পট্টনায়েকের বিজু জনতা দলের বিরুদ্ধে ৬৭ শতাংশ অপরাধমূলক মামলা চলছে। ৩৩ শতাংশ গুরুতর অপরাধের মামলা রয়েছে।
তেলুগু দেশমের ক্ষেত্রে ৫০ শতাংশ অপরাধমূলক মামলা রয়েছে, তবে তাদের প্রার্থীর বিরুদ্ধে কোনও গুরুতর অপরাধের অভিযোগ নেই।
বিজেপি ক্ষেত্রে অপরাধের পরিমাণে ভারসাম্য রয়েছে। ২৪ শতাংশ 'সাধারণ' অপরাধ এবং ১৪ শতাংশ গুরুতর অপরাধের মামলা চলছে।
কংগ্রেসের প্রার্থীদের বিরুদ্ধে দুটো ক্ষেত্রে সমানে সমানে অপরাধ রয়েছে। ১৮ শতাংশ অপরাধ এবং গুরুতর অপরাধের মামলা চলছে।