১৫ কোটি টাকা পাওয়ার যোগ্য তিনি! বুঝিয়ে দিলেন প্য়াট কামিন্স
সাড়ে ১৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে কেকেআর। আর তার পর থেকেই কথা হচ্ছিল, একজন পেসারকে কেন এত চড়া দাম দিয়ে নিতে গেল কলকাতা! কিন্তু অজি পেসার প্যাট কামিন্স আইপিএল নিলামের দিন কয়েকের মধ্যেই বুঝিয়ে দিলেন, কেন তাঁকে কলকাতা এত টাকায় দলে নিয়েছিল!
তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১-০ ব্য়বধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। আর মেলবোর্নে দ্বিতীয় টেস্টেও দাপট দেখাচ্ছে অজিরা। প্যাট কামিন্সের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রানে গুটিয়ে গেল কিইয়িরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৪৬৭।
কামিন্স ১৭ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছেন। দুই কিইয়ি ওপেনার লাথাম-ব্লান্ডওয়েলকে তুলে নেন তিনি। এর পর টেলর, নিকোলস ও সাউদিকে আউট করেন তিনি। কামিন্সের দাপটেই এই টেস্টেও জয়ের সামনে অজিরা।
টিম পাইন ও ম্যাথু হেড অসাধারণ পার্টনারশিপ খেলেছেন প্রথম ইনিংসে। নাছেড়বান্দা মানসিকতা দেখিয়ে ব্যাটিং করেছিলেন স্টিভ স্মিথ। স্যান্টনার, সাউদি, বোল্টদের বাউন্সার ও শর্ট বলে জেরবার হলেও শেষমেশ অজি ব্যাটসম্যানরা দলকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দেন।
আইপিএল নিলামে প্যাট কামিন্সের বেস প্রাইজ ছিল দুকোটি টাকা। সেখান থেকে তাঁকে সাড়ে ১৫ কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা।