১৫ কোটি পেয়েই বিয়ে! সংসার বড় হল কেকেআরের
২০১৯ সালটা তাঁর কাছে মনে রাখার মতো বছর। ২০২০-ও তাই! ২০১৯ সালের এক সকালে উঠে প্যাট কামিন্স শুনেছিলেন, তিনি সাড়ে ১৫ কোটি টাকার মালিক। আইপিএলের নিলাম তাঁর জীবন বদলে দিয়েছিল রাতারাতি।
সেই নিলামের পর জীবনের বড় সিদ্ধান্ত নিলেন কামিন্স। ২০১৯ সালে তিনি টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। ২০২০-র শুরুতে সেই তিনি এবার বাধা পড়লেন সম্পর্কের বাঁধনে।
দীর্ঘদিনের বান্ধবী বেকি বসটনের সঙ্গে আংটি বদল করলেন কামিন্স। কেকেআর-এর তরফে সেই ছবি শেয়ার করা হল।
আইপিএল শুরু হতে আর কয়েকদিন বাকি। এর মধ্যে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেললেন কেকেআর পেসার। শুভেচ্ছায় ভাসলেন কামিন্স।
আইপিএল নিলামে কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর। তার পর বহু কথাও হয়েছে এই নিয়ে। একজন পেসারকে এত দামে নেওয়া নিয়ে প্রশ্ন করেছেন কেউ কেউ।