পেটের দায়ে পেটিএম লুঠ ছাত্রের !
পেটিএম হ্যাক করে টাকা জালিয়াতি করার অভিযোগ ধূপগুড়ির নিরঞ্জন পাঠ এলাকা থেকে গ্রেফতার ১ কলেজ পড়ুয়া।
ভোডাফোনের ডি- অ্যাকটিভ সিম রি-অ্যাকটিভ করে ধূপগুড়িতে বসে কলকাতার পেটিএম হ্যাক। গ্রেফতার কলেজ পড়ুয়া। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে।
গতকাল (মঙ্গলবার) রাতে মলয় রায়কে গ্রেফতার করে তাঁরা। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তুলে কলকাতায় নিয়ে যাওয়া হবে। ছেলেটিকে জেরার পর টাকা তোলার কায়দা জেনে রীতিমত অবাক ঝানু পুলিশ অফসারেরা।
পুলিস সূত্রে জানা গেছে কোচবিহার-এ বি এন শীল কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মলয়। পুলিস সূত্র আরো জানা গেছে সংসারে অভাব থাকায় ছেলেটি পড়াশুনোর পাশাপাশি একটি মোবাইলের দোকানে কাজ করত। আর সেটা করতে গিয়েই সুযোগ-কে কাজে লাগায় পড়ুয়া।
ধূপগুড়ির বাসিন্দা অনিলা রায় কে ফ্রি-তে সিম দেবার প্রস্তাব দেয়। সেই সিম তোলার নামে প্রথমে অনিলা দেবীর আধার কার্ড হাতিয়ে নেয়। এরপর সুধন বাবুর ওই অচল মোবাইল নম্বর থেকে অনিলা দেবীর আধারের সাথে লিঙ্ক করে। এরপরে সিম একটিভ করে ওটিপি নিয়ে সুধন বাবুর পেটিএম থেকে ২ দফায় মোট ৯৫,৫০০ টাকা ট্রান্সফার করে সে।