সুরা ছাড়া দু`সপ্তাহ! সামাজিক দূরত্ব শিকেয় তুলে লম্বা লাইন মদের দোকানে
গতবারেও এই দৃশ্য চোখে পড়েছিল। এবারও তার ব্যতিক্রম হল না। আগামী দুসপ্তাহ রাজ্য কার্যত লকডাউনে যাচ্ছে শুনেই মদের দোকানমুখি হলেন সুরা রসিকরা।
শনিবার দুপুর থেকেই এই দৃশ্য চোখে পড়ল কলকাতার বিভিন্ন দোকানের বাইরে। চাঁদনিচক, সেন্ট্রাল অ্যাভিনিউ, হাজার-সহ অধিকাংশ জায়গায় একই দৃশ্য।
প্রতিটি দোকানে লম্বা লাইন। পেঁচিয়ে চলে গিয়েছে বহুদূর। কোথাও মদ না পেয়ে ক্ষোভে ফেটে পড়ছেন অনেকে। বেহালার একটি দোকানে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় ক্রেতাদের মধ্যে।
এতদিন চালাতে হবে ভেবে কেউ কেউ কার্টুন ভর্তি করে মদ নিয়ে যাচ্ছেন বাড়িতে। সেন্চ্রাল অ্যাভিনিউতে একজনকে রীতিমতো রিক্সা ভাড়া করে মদ নিয়ে যেতে দেখা গেল।
ক্রেতাদের সামাল দিতে কোথাও কোথাও হিমসিম খাচ্ছেন দোকানদাররা। তবে আবগারি দফতর সূত্রে খবর, গতবারের মতো এবারও মদের হোম ডেলিভারি চালু করতে পারে সরকার।