No Mans Land: তোমার দেশ কোথায়? প্রশ্ন শুনেই লজ্জায় মুখ ঢাকলেন ৫৭ বছরের জুলেখা বিবি

Tue, 07 May 2024-1:52 pm,

৬ মাসের নাতনিকে কোলে নিয়ে তিনি কাঁটা তারের সীমান্ত লাগোয়া চেক পোস্ট গেট পেরিয়ে ঢুকেছেন ভারতে। ভোট দিতে ঢুকেছেন তিনি। -তথ্য-অয়ন ঘোষাল

আজ সীমান্তের কাঁটা তারে সময়ের কড়াকড়ি নেই। বছরের ৩৬৪ দিন ৩ শিফটে গেট খোলে BSF। -তথ্য-অয়ন ঘোষাল

 

সকাল ৬ টা থেকে ৮.৩০, সকাল ১০ টা থেকে বেলা ১২ টা এবং বিকেল ৩ টে থেকে ৫.৩০। -তথ্য-অয়ন ঘোষাল

আজ সকাল ৬ টা থেকে দুই শত বিঘা প্রাইমারি স্কুলে ভোট গ্রহণ পর্ব শেষ না হওয়া পর্যন্ত গেট খোলা। -তথ্য-অয়ন ঘোষাল

জুলেখা বিবি, মুর্তজা বিবি, রিফাত জাভেদ বা জুলফিকার আলমরা আজ বিশেষ NO MAN'S LAND পরিচয় পত্র দেখিয়ে সারাদিন অংশ নিতে পারছেন ভারতের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবে। -তথ্য-অয়ন ঘোষাল

দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের ভোটার এই ৩০৯ জন নো ম্যানস ল্যান্ডের বাসিন্দা। ভারত বাংলাদেশের মহম্মদপুর সীমান্তের এপার ওপারের মেলবন্ধন ঘটিয়ে চলে গণতন্ত্রের উৎসব। -তথ্য-অয়ন ঘোষাল

টাকা নেই। তাই এই দেশে জমি কিনে ভিটেমাটি তৈরি করতে পারিনি। আর বাংলাদেশের নাগরিকত্ব পাইনি। তাই মনে প্রাণে ভারতীয় বলে নিজেদের মনে করলেও আমরা থেকে গেছি নো ম্যানস ল্যান্ডে। বললেন জুলেখা বিবি। ভোট দিই প্রতিবার। কিই বা পাই? প্রশ্ন তাঁর। -তথ্য-অয়ন ঘোষাল

 

দুই শত বিঘা গ্রাম পঞ্চায়েতের মোট ভোটার ১৩৭৪ জন। তার মধ্যে নো ম্যানস ল্যান্ডের ভোটার ৩০৯ জন। তাদের এই দেশের মাটি ব্যবহার করতে হয় দিনের নির্দিষ্ট সময়ের বাঁধা ছকে। সূর্য ডোবার আগে প্রবেশ করতে হয় নেই ভূমিতে। যদিও হাট বাজার, স্কুল পাঠশালা এমনকি কর্ম সংস্থান দেশের মাটিতেই। -তথ্য-অয়ন ঘোষাল

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link