সাতসকালেই রেশন দোকানে ভিড়, ভর্তুকির পেঁয়াজ কিনতে লম্বা লাইন মধ্যবিত্তের
সোমবার থেকে কলকাতার রেশন দোকানে মানুষের লাইন। ভর্তুকির পেঁয়াজ কিনতে বাড়ি থেকে বেরিয়ে এসেছে মধ্যবিত্ত। সরকারের ঘোষণা মতো পেঁয়াজ বিক্রি শুরু হল রেশন দোকানে।
সোমবার সাধারণত বন্ধ থাকে রেশন দোকান। কিন্তু পেঁয়াজ বন্টনের জন্য দোকান খোলা রাখার নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার।
রাজস্থানের আলওয়ার থেকে রাজ্য এসেছে পেঁয়াজ। পৌঁছে গিয়েছে কলকাতার জোন ৬ অর্থাত্ উত্তর কলকাতার শোভাবাজার, মুচিপাড়া, শিয়ালদহ এলাকায়।
পরিবারে যতজন সদস্যই থাকুন না কেন প্রেমিসেস ধরে ১ কিলো পেঁয়াজ দেওয়া হচ্ছে সরকারি দামে। এ কিলো পেঁয়াজের দাম পড়ছে ৫৯ টাকা।
এতদিন এই সুবিধে পাওয়া যেত সুফল বাংলা-র স্টলে। কিন্তু কলকাতা শহরে সুফল বাংলার স্টলের সংখ্যা হাতে গোনা। তাই শহরবাসীর সিংহভাগ এই সুবিধা পাচ্ছিলেন না। সেই সমস্যা সমাধানের জন্য রেশন পেঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
তথ্য ও ছবি-অয়ন ঘোষাল