ওষুধ-মুদিখানায় লম্বা লাইন, সংক্রমণের তোয়াক্কা না করে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে মানুষ
কমলাক্ষ ভট্টাচার্য: রাস্তাঘাট শুনশান। বাজারও বন্ধ। কিছু খোলা থাকলেও মাছি তাড়াতে হচ্ছে। তবে, কোথাও কোথাও জটলা রয়েছে। এই ধরুন, মুদিখানা থেকে ওষুধের দোকান।
গুজব কানে দিয়ে ভিড় করছে মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, জরুরি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য মুদি, ওষুধের দোকান খোলা থাকবে। খাদ্যপণ্যের কোনও সঙ্কট নেই।
তারপরও কলকাতার ইতিউতি দেখা গেল লম্বা লাইন। এক মিটার দূরত্ব তো দূর, গায়ে গা ঘেঁষে লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ।
অবশ্য মুখে মাস্ক কারোর কারোর রয়েছে। বারবার বলা হচ্ছে জমায়েত থেকে দূরে থাকার কথা। করোনার সংক্রমণ ঠেকাতে এখন একামাত্র দাওয়াই এটা।
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রবিবার জনতা কার্ফু ডেকে ঘরে থাকার আহ্বান জানান। হাসপাতালগুলিতেও বাড়তি সতর্ক রাখা হচ্ছে।