কন্ডোম ছাড়া সেক্স করলেই খুশি থাকেন যুগলরা!
কোনও ব্যক্তির ল্যাটেক্স এলার্জি থাকলে কন্ডোম তাঁর উপদ্রবের কারণ হতে পারে। কন্ডোম ব্যবহারের ক্ষেত্রে বিরক্তও হতে পারেন তিনি।
কন্ডোম ব্যবহার করে যৌনতার ক্ষেত্রে অনেক সময়ই সমস্যায় পড়তে পারেন মহিলারা। চিকিত্সাবিজ্ঞানের একটি গবেষণায় জানা গিয়েছে, ঘনিষ্ঠ মুহূর্তে সাধারণত যে ধরনের অ্যান্টিবডি একটি নারী শরীরে তৈরি হয়, সেটা কন্ডোম ব্যবহারের কারণে নাও হতে পারে।
এমনিতে কন্ডোম কখনই প্রজননে বাধা হয় না। কন্ডোমের ব্যবহার ঋতুচক্রেও কোনও সমস্যা তৈরি করে না। তবে যৌনতার সময় মহিলাদের যৌনাঙ্গের ভিতর কোনও ভাবে কন্ডোম রয়ে গিয়ে থাকলে তা পরবর্তীতে বিরাট মাথা ব্যাথার কারণ হতে পারে। সমস্যা
কন্ডোম ব্যবহারে অনেক সময়ই যুগলদের মধ্যে অনীহা দেখা যায়। একটি গবেষণায় এমনটাও জানা গিয়েছে, যে যুগলরা কন্ডোম ব্যবহার করেন না তারা কন্ডোম ব্যবহারকারী যুগলদের তুলনায় বেশি খুশি থাকেন।
কন্ডোম ব্যবহারের ফলে যে সমস্যা সর্বাধিক হয়, তা হল-পুরুষের সাধারণ ভাবে যে পরিমান ‘মদন জল’ নির্গত হয়, সেটা কন্ডোম ব্যবহারের ফলে বাধা পায় এবং এর ফলে যৌনাঙ্গ যৌনতার সময় শুষ্ক আকার নেয়।