Bird Riding App Cab: সারাদিন অ্যাপ ক্যাবে চেপে ঘুরে বেড়ায় এই পাখি! আর খিদে পেলে কী করে জানেন?
অয়ন ঘোষাল: সর্বক্ষণের সঙ্গী পোষ্যকে নিয়েই সুশান্তর অ্যাপ ক্যাব ছুটে চলে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। মহেশতলার বাসিন্দা সুশান্ত মন্ডল। পেশায় অ্যাপ ক্যাব চালক। সুশান্তর প্রতিদিনের যাত্রার সঙ্গী তাঁর ছোট্ট পোষ্য।
অ্যাপ ক্যাবে বুকিং হোক বা না হোক এ যাত্রী সুশান্তর সঙ্গেই শহরের আনাচে-কানাচে ঘুরে বেড়ায়। কোনও সিটে বসা এই পোষ্যর না পসন্দ। তার বসার পার্মানেন্ট জায়গা মনিবের কাঁধ। সুশান্ত জানাচ্ছেন, ও একটি পাখি শুধু না, আমার জীবনের অংশ। আমি যা খাই, ও তাই খায় । আমার গাড়িতে যে সকল যাত্রীরা বসেছে প্রত্যেকে ওকে দেখে প্রথমে চমকে উঠলেও পরে স্নেহও করেছে।
গাড়িতে এসি চলুক বা না চলুক, জানলা খোলা থাকুক বা না থাকুক নিজের স্থানে অবিচল সুশান্তর পোষ্য। সুশান্ত আরও জানায়, আমার বউ ওকে নিয়ে এসেছিল। একদল কাক ওকে আক্রমণ করেছিল। তখন তাঁকে উদ্ধার করে প্রথম বাড়িতে নিয়ে আসে স্ত্রী।
তারপর থেকে আমার বাড়িতে আমার সঙ্গেই ও থাকে। আমি যতক্ষণ রাস্তায় ডিউটি করি, ও ঠিক পুরোটা সময় আমার সঙ্গে ঘুরে বেড়ায়। বুলবুল পাখিটির খিদে পেলে সুশান্তর কানে মৃদু ঠোক্কর দিয়ে জানান দেয় যে, তাকে খেতে দিতে হবে। মাঝপথে গাড়ি থামিয়ে তখন নিজের হাতে করেই খাইয়ে দেন মনিব।
প্রতিদিন সকাল সাড়ে ৭টায় ছেলেকে স্কুলে ছাড়ার জন্য বেরন এই অ্যাপ ক্যাব চালক এবং বাড়ি ঢোকেন রাতে। পুরো সময়টা সফরসঙ্গী হিসেবে থাকে তাঁর ছোট্ট বুলবুল পাখি। কংক্রিটের জঙ্গলে এই শহরে পক্ষী প্রেমের এই কাহিনী ইতিমধ্যেই শোরগোল ফেলেছে নেটিজেনদের মধ্যে।