এই প্রথম পোষা কুকুরের শরীরে মিলল নোবেল করোনাভাইরাস, আতঙ্ক বাড়ছে
এই প্রথম পোষা কুকুরের শরীরে মিলল নোবেল করোনাভাইরাস। হং কংয়ের একটি পোষা কুকুরের শরীরে মিলেছে জীবাণু। জানা গিয়েছে, সেই কুকুরের মনিব করোনায় আক্রান্ত হয়েছিলেন।
মনিবের শরীর থেকেই পোষ্যর শরীরে ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে মনে করছেন চিকিত্সকরা। হং কংয়ের স্বাস্থ্য দফতর জানিয়েছে, মানুষের থেকে কুকুরের শরীরে করোনা সংক্রমণের ঘটনা এই প্রথম।
হং কংয়ের স্বাস্থ্য দফতরের কর্তারা জানিয়েছেন, কুকুরটিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এবং সেটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংক্রমণের মাত্রা খুবই কম বলে জানা গিয়েছে।
বাড়ির পোষা জীব-জন্তু করোনা ভাইরাসের ধারক নয় বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা। এক্ষেত্রেও মানুষের সংস্পর্শে এসেই কুকুরটির শরীর ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।
হং কংয়ে এখনও পর্যন্ত ১০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, যে কুকুরের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে সেটি pomeranian প্রজাতির। সেই কুকুরটির মনিব একজন ৬০ বছর বয়সী প্রৌঢ়া।