Fuel Price: এনিয়ে টানা ৭ দিন, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
আম জনতার উপরে ফের বাড়ল চাপ। সোমবার আরও একদফা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এনিয়ে জ্বালানীর দাম বাড়ল টানা ৭ দিন।
দিল্লিতে লিটারপিছু পেট্রোলের দাম বাড়ল ৩০ পয়সা। নতুন দাম হল ১০৪.৪৪ টাকা। অন্যদিকে, প্রতি লিটার ডিজেলে দাম ৩৫ পয়সা বেড়ে হল ৯৩.১৭ টাকা।
কলকাতায় পেট্রোলের দাম হল ১০৫ টাকা ০৯ পয়সা। অন্যদিকে, ডিজেল পৌঁছল ৯৬.২৮ টাকা প্রতি লিটারে।
পেট্রোলের দাম মুম্বইয়ে প্রায় আকাশ ছুঁলো। বাণিজ্যনগরীতে লিটারপিছু পেট্রোলের দাম হল ১১০.৪১ লিটার। বাড়ল ২৯ পয়সা। অন্যদিকে, ডিজেসের দাম ৩৭ পয়সা বেড়ে হল ১০১.০৩ টাকা প্রতি লিটার।
গত ৭ দিন ধরে বেড়ে চলেছে পেট্রোল, ডিজেলের দাম। প্রতিবারেই বেড়েছে প্রায় তিরিশ পয়সা প্রতি লিটার।
সম্প্রতি দৈনিক তেলের উত্পাদন বাড়ান হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে OPEC। তার পরেই ব্যারেলে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৮২ ডলার। এর ফলেই বিশ্বজুড়ে বেড়েছে পেট্রোল, ডিজেলের দাম।