Fuel Price Hike: জ্বালানির দামে আগুন, টানা ৮ দিন বাড়ল পেট্রল ডিজেলের দাম; জেনে নিন কত হল আপনার শহরে
বুধবার পেট্রল এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮০ পয়সা বেড়েছে, গত নয় দিনে প্রতি লিটারে মোট দাম বেড়েছে ৫.৬০ টাকা।
দিল্লিতে পেট্রলের দাম এখন প্রতি লিটারে ১০১.০১ টাকা যা আগে ছিল ১০০.২১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ৯১.৪৭ টাকা থেকে বেড়ে ৯২.২৭ টাকা হয়েছে।
মুম্বইতে, প্রতি লিটার পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ১১৫.৮৮ টাকা এবং ১০০.১০ টাকা।
দাম বৃদ্ধির পরে চেন্নাইতে পেট্রল বিক্রি হবে ১০৬.৬৯ টাকায় এবং ডিজেল বিক্রি হবে ৯৬.৭৬ টাকায়।
কলকাতায় পেট্রলের নতুন দাম প্রতি লিটারে ১১০.৫২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.৪২ টাকা।
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করার কয়েকদিন আগে থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে। রাষ্ট্রীয় মালিকানাধীন খুচরো জ্বালানি বিক্রেতারা যখন দৈনিক মূল্য সংশোধন বন্ধ করে, তখন ২০২১ সালের নভেম্বরের শুরুতে অপরিশোধিত তেলের ব্যারেলের দাম ছিল ৮২ মার্কিন ডলার। এখন এর দাম ১০০.৭১ মার্কিন ডলার।