Petrol Diesel Price: বাজেটের পরই কমছে পেট্রোল-ডিজেলের দাম! কম হচ্ছে ট্যাক্সের হারও
কেন্দ্র সরকারের কাছে গুরুত্বপূর্ণ আবেদন করল কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিস বা সিআইআই। সংগঠনের আবেদন সাধারণ মানুষের উপর থেকে করের বোঝা কমান। পাশাপাশি পেট্রোল-ডিজেলের উপর থেকে এক্সাইজ ডিউটি কম করুন। এতে দেশের অর্থনীতিতে গতি আসবে।
সিআইএআইয়ের মতে জ্বালানীর দাম কম করা উচিত। কারণ জ্বালানীর বাড়তি দামের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রতিটি পরিবারের ক্রয় ক্ষমতা কমছে।
কেন্দ্রের যে মোট এক্সাইজ ডিউটি তা হল পেট্রোলের মোট দামের ২১ শতাংশ ও ডিজেলের দামের ১৮ শতাংশ। ২০২২ সালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪০ শতাংশ কমলেও জ্বালানীর দাম কমেনি। সিআইআই বলছে, এক্সাইজ ডিউটি কম করলে মূদ্রাস্ফিতি কমবে।
সিআইআইয়ের তরফে বলা হয়েছে ব্যক্তিগত ক্ষেত্রে সর্বোচ্চ কর ৪২.৭৪ শতাংশ। অন্যদিকে, করপোরেট কর ২৫.১৭ শতাংশ। এই দুটি করের হার অনেকটাই বেশি।
সূত্রের খবর, এবার বাজেটে ব্যক্তিগত কর কম করা হতে পারে। জ্বালানির দামও কম করার কথা বিবেচনা করতে পারে মোদী সরকার।