Petrol-Diesel Price: আজও ফের মহার্ঘ, ৫৫ পয়সা বাড়লেই কলকাতায় ১০০ হবে পেট্রোলের দাম
নিজস্ব প্রতিবেদন: আরও দামবৃদ্ধি জ্বালানির। তেলের দাম বৃদ্ধিতে বাজারেও আঁচ। সবজি থেকে মাংস ও ডিমের দাম বৃদ্ধি।
কলকাতায় সেঞ্চুরির একেবারে দোরগোড়ায় পেট্রোল ডিজেলের দাম। ৪১ পয়সা দাম বেড়ে আজ পেট্রোল লিটার প্রতি ৯৯ টাকা ৪৫ পয়সা।
দাম বেড়েছে ডিজেলেরও। সেঞ্চুরির দিকে এগোচ্ছে ডিজেলও। লিটার প্রতি ডিজেল ২৫ পয়সা দাম বেড়ে ৯২ টাকা ৩ পয়সা প্রতি লিটার
প্রত্যেকদিনই দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। যে হারে দাম বাড়ছে তাতে আগামীকাল বা পরশুদিনই কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হবে ১০০ টাকা।