করোনা পরিস্থিতিতে দরকার অর্থ! উৎসব-ভোট মিটলেই আরও দামি পেট্রোল-ডিজেল
নিজস্ব প্রতিবেদন: গাড়ির ট্যাঙ্ক ভরে নিন। কারণ উৎসব মরসুম কাটলেই বাড়তে চলেছে পেট্রোল-ডিজেলের দর। ৬ টাকা পর্যন্ত দামি হতে চলেছে।
দেশের অর্থনীতির নাজেহাল দশা করোনাভাইরাসের প্রাদুর্ভাবে। সরকারি কোষাগারের অবস্থা সঙ্গিন। খরচ চালানোর জন্য আরও অর্থের দরকার।
অপরিশোধিত তেলের দাম কমায় পেট্রোল-ডিজেলের দর কমা উচিত। কিন্তু সরকার এই পরিস্থিতিতে অর্থের সংস্থান করতে চাইছে। জানা গিয়েছে, পেট্রোল-ডিজেলে শুল্ক বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। তা ৬ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে খবর। চলতি বছরে ইতিমধ্যেই পেট্রোলে লিটারে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা শুল্ক বাড়িয়েছে কেন্দ্র।
পেট্রোল-ডিজেলে ১ টাকা শুল্ক বাড়ালে সরকারের কোষাগারে ঢুকবে ১৩০০০-১৪০০০ কোটি টাকা। ভারতে অপরিশোধিত তেলের ৮২ শতাংশই আসে বাইরে থেকে।
এখন পেট্রোলে প্রতি লিটারে সরকারকে কর-শুল্ক বাবদ দিতে হয় ৩১.৮৩ টাকা। ২০১৪ সালের মে মাসে পেট্রোলে দিতে হত ৯.৪৮ টাকা। ডিজেলে ৩.৫৬ টাকা।