Fuel Price: পুজোর মুখে রেকর্ড বৃদ্ধি Petrol-Diesel-এর দামে, জানুন বিভিন্ন শহরে দাম
নিজস্ব প্রতিবেদন: পেট্রল ও ডিজেলের দামে (Petrol Diesel Price) রেকর্ড বৃদ্ধি। বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। পুজোর মুখে নিত্যদিন জ্বালানির মূল্যবৃদ্ধি (Price Rise) চিন্তার ভাঁজ বাড়াচ্ছে মধ্যবিত্তের কপালে। শুক্রবার কত হল দাম? কলকাতাসহ (Kolkata Fuel Price) দেশের বাকি মেট্রো শহরে জ্বালানির দাম (Fuel Price) জেনে নিন।
শুক্রবার দেশজুড়ে ২৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। ৩০ পয়সা দাম বেড়েছে ডিজেলের। গত তিন বছরে আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ হয়েছে জ্বালানির দাম। আর তার জেরেই এই মূল্যবৃদ্ধি। দেশের অধিকাংশ শহরেই একশো টাকার উপরে বিকোচ্ছে পেট্রল। যদিও ভ্যালু অ্যাডেড ট্যাক্সের কারণে বিভিন্ন শহরে দামের হেরফের রয়েছে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতে, দেশের চার মেট্রো শহরের মধ্যে জ্বালানির দাম সবচেয়ে বেশি মুম্বইয়ে। বাণিজ্যনগরীতে লিটার প্রতি ১০৭.৯৫ টাকায় বিক্রি হচ্ছে পেট্রল। সেঞ্চুরি থেকে পিছিয়ে নেই ডিজেলও। লিটার প্রতি ডিজেলের দাম ৯৭.৮৪ টাকা।
বৃহস্পতিবার কলকাতায় পেট্রলের দাম বেড়ে লিটার প্রতি ১০২ টাকা ৪৭ পয়সা। শুক্রবার শহরে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৩.২৭ টাকা। পুজোর মুখে দাম বাড়ায় প্রভাব পড়ছে পরিবহন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির উপরেও।
এদিকে দাম বাড়লেও রাজধানীতে তুলনামূলক সস্তা ডিজেল। শুক্রবার নব্বইয়ে পৌঁছল ডিজেল। দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ৯০.১৭ টাকা। পেট্রলের দাম ১০১.৮৯ টাকা।
চার মেট্রো শহরের মধ্যে চেন্নাইতে পেট্রল এখনও পর্যন্ত একশোর নিচেই রয়েছে। চেন্নাইতে পেট্রলের দাম প্রতি লিটারে ৯৯.৫৮ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৪.৭৪ টাকা।
দেশের অন্যান্য শহরেও দামের তেমন হেরফের নেই। ভোপালে পেট্রলের দাম লিটার প্রতি ১১০.৩৭ টাকা। ডিজেল ৯৯.০৯ টাকা। হায়দ্রাবাদে পেট্রলের দাম লিটার প্রতি ১০৬.০০ টাকা। ডিজেলের দাম রয়েছে ৯৮.৩৯ টাকা। বেঙ্গালুরুতে পেট্রলের দাম লিটার প্রতি ১০৫.৪৪ টাকা। ডিজেলের দাম ৯৫.৭০টাকা। গুয়াহাটিতে পেট্রল লিটার প্রতি ৯৭.৭৭ টাকা। ডিজেলের দাম রয়েছে ৮৯.৬১ টাকা। লখনউতে পেট্রল প্রতি লিটারে ৯৮.৯৯ টাকা। ডিজেলের দাম রয়েছে ৯০.৫৯ টাকা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বিবেচনা করে প্রতিদিন পেট্রল-ডিজেলের দাম নির্ধারণ করে সরকারি তেল সংস্থাগুলি। পরিবর্তিত দাম সকাল ৬টা থেকে কার্যকর হয়।