Petrol Diesel Price: মুম্বইতে লিটারপ্রতি ১০২ টাকা পেট্রোল, সেঞ্চুরির পথে কলকাতাও
নিজস্ব প্রতিবেদন: বেড়েই চলেছে দাম। একদিন বিরতির পর ফের শুক্রবারে মহার্ঘ পেট্রোপণ্য (Petrol Diesel Price)। কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোলের দাম। পিছিয়ে নেই ডিজেলও। আজ কলকাতায় (Kolkata) দাম কত? জানুন।
শুক্রবার কলকাতা শহরে পেট্রোলের দাম ৯৫ টাকা ৮০ পয়সা। গতকাল ৯৫ টাকা ৫২ পয়সা ছিল। অর্থাৎ ২৮ পয়সা বেড়েছে পেট্রোলের দাম।
বেড়েছে ডিজেলের দামও। এদিন শহরে ডিজেলের দাম ৮৯ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৯ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ ২৮ পয়সা বেড়েছে ডিজেলের দাম।
মুম্বইতে (Mumbai) ইতিমধ্যেই সেঞ্চুরি করেছে পেট্রোলর দামে। সেখানে পেট্রোলের দাম ছুঁয়েছে ১০২ টাকা ৪ পয়সা। ডিজেলের দাম ৯৪.১৫ টাকা।
মুম্বইয়ের পরেই দামের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই (Chennai)। সেখানে পেট্রোল ৯৭.১৯ টাকা ও ডিজেল ৯১.৪২ টাকা।
কলকাতার তুলনায় ডিজেল কিছুটা সস্তা দিল্লিতে (Delhi)। পেট্রোলের দামও প্রায় একই। রাজধানীতে পেট্রোলের দাম ৯৫.৮৫ টাকা ও ডিজেল ৮৬.৭৬ টাকা।
বিভিন্ন রাজ্যে পেট্রোপণ্যের এমন আলাদা দাম হওয়ার কারণ হল রাজ্যের VAT ও অন্যান্য কর এবং পরিবহণ মূল্য। সেসব বিচার করে প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price) নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত অয়েল মার্কেটিং সংস্থাগুলি (Oil Marketing Companies) ।