সর্বকালের সব রেকর্ড ভাঙল Petrol-এর দাম, দিল্লিতে মধ্যবিত্তের মাথায় হাত
দিল্লিতে আজ পেট্রলের দাম সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে ফের ২৩ পয়সা বেড়েছে পেট্রলের দাম।
84.20 per litre. দিল্লিতে পেট্রলের এই দাম সর্বকালের সর্বোচ্চ। মধ্যবিত্তের মাথায় হাত।
২৬ পয়সা বেড়ে দিল্লিতে ডিজেলের দাম হয়েছে ৭৪.৩৮ টাকা প্রতি লিটার।
এর আগে ২০১৮-র অক্টোবর মাসে দিল্লিতে পেট্রলের দাম হয়েছিল ৮৪ টাকা প্রতি লিটার। তবে এদিন সেসব রেকর্ড ভেঙে গেল।
সেদিন লিটার প্রতি ডিজেলের দাম হয়েছিল ৭৫.৪৫ টাকা। সেবার পরিস্থিতি সামাল দিতে ডিজেল ও পেট্রলে দেড় টাকা করে excise duty-তে ছাড় দিয়েছিল কেন্দ্রীয় সরকার।
২০২০-র মার্চ ও মে মাসে পেট্রল ও ডিজেলে যথাক্রমে ১৫ ও ১৩ টাকা করে excise duty বাড়িয়েছিল সরকার।
সেবার ১.৬ লাখ কোটি টাকা বাড়তি উপার্জন হয়েছিল কেন্দ্রীয় সরকারের। লকডাউনের মধ্যে এমন দাম বাড়ার ফলেও সাধারণ মানুষ সমস্যায় পড়েছিল।
ডিসেম্বরেও দিল্লিতে পেট্রল-ডিজের দাম বেড়েছিল। গত কয়েক মাসে দফায় দফায় বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।