Phone Number Block: আপনার ফোন নম্বর BLOCK করলে, বুঝবেন কীভাবে?

Sat, 18 Sep 2021-11:04 am,

নিজস্ব প্রতিবেদন:  Phone Number কেউ Block করে দিলে আমরা জানতে পারি না। কিন্তু সেই ব্যক্তি ব্লক করে দেওয়া Number এ ফোন করতে পারলেও, আপনাকে ব্লক করে দেওয়া হয়েছে এমন নম্বরে ফোন করতে পারবেন না। 

 

 

প্রেমিক-প্রেমিকার বনিবনা না হলে একে অপরের ফোন নম্বর ব্লক করে দেন অনেক সময়। শুধু প্রেমিক-প্রেমিকা নয়, কাছের মানুষ, প্রিয়জন অথবা কারও সঙ্গে হঠাৎ ঝামেলা হলে ফোন নম্বর ব্লক করে থাকেন অনেকেই। এদিকে যাঁর নম্বরটি ব্লক করা হচ্ছে, তিনি তা জানতেও পারেন না। পরে ঐ নম্বরে ফোন করতে গিয়ে দেখা যায় নম্বরটি ব্যস্ত বলছে। 

 

আপনাকে কেউ ব্লক করলে, সেই বিষয়টি জানাতে টেলিকম অপারেটর তরফ থেকে নির্দিষ্ট কোনও মেসেজ শোনানো হয় না। আপনি যদি এমন কোনও মেসেজ শুনতে পান, যা আগে কখনও শোনেননি, তাহলে বুঝবেন আপনাকে সেই ব্যক্তি ব্লক করে থাকতে পারেন। দিনে একাধিকবার ফোন করার পরেও একই মেসেজ শোনালে বুঝবেন, সেই ব্যক্তি আপনাকে ব্লক করেছেন।

 

কোনও ব্যক্তিকে ফোন করলে একবার রিং হওয়ার পরেই যদি তা ভয়েসমেলে চলে যায়, অথবা ফোন ব্যস্ত বলে, তাহলেও বুঝবেন সেই ব্যক্তি আপনাকে ব্লক করেছেন। প্রত্যেক বার ফোন করার পরে একই অভিজ্ঞতা হলে বুঝতে হবে আপনার ফোন নম্বরটি ব্লক করা হয়েছে।

 

কোনও ব্যক্তিকে ফোন করলে যদি সব সময় ব্যস্ত বলে, অথবা ব্যস্ত বলার পরেই ফোন কেটে যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি আপনাকে ব্লক করেছেন। যদিও, সেই ব্যক্তির ফোন সত্যি করেই ব্যস্ত থাকতে পারে। তবে, ব্যস্ত বলার পরেই ফোন কেটে গেলে বুঝবেন আপনাকে ব্লক করা হয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link