জন্মদিনে দিশা পাটানি, ফটোশ্যুটে নজরকাড়া অভিনেত্রী
'মলং' ছবিতে আদিত্য রয় কাপুরের বিপরীতে দেখা যাবে দিশাকে।
এরপর 'মলং' ছবিতে দেখা যাবে দিশাকে।
সম্প্রতি সলমন খানের 'ভারত' ছবিতে 'স্লো মোশন' গানে দিশার নাচ ছিল নজরকাড়া। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর জনপ্রিয়তা পায় গানটি।
দ্বিতীয় ছবি 'বাঘি ২'-তে টাইগার শ্রফের বিপরীতে তাঁর অভিনয় ছিল প্রশংসনীয়। তাঁর সঙ্গে দিশার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায়। যদিও এই সম্পর্ক অস্বীকার করেছেন দুজনেই।
২৭ বছরে পা দিলেন দিশা পাটানি। সকাল থেকেই সোশাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। 'এম এস ধোনি' ছবির মধ্যে দিয়ে বলিউডে দিশার অভিষেক।