জন্মদিনের পার্টিতে তৈমুরের থেকেও বেশি নজর কাড়ল সানি কন্যা নিশা
দিদার সঙ্গে তৈমুর।
দিদা ববিতা কাপুরের সঙ্গে তৈমুর।
বাবা মায়ের সঙ্গে নিশা।
কেঁদেই ফেলল তৈমুর।
চোখ ছল ছল রিটার্ন গিফট পেয়েও কেঁদে ভাসালো তৈমুর।
ক্যামেরার আলো পড়তেই চোখ ঝলসে গেল, মায়ের কাছে কোলে নেওয়ার আবদার করতে লাগলো সানি কন্যা নিশা।
মেয়ের আবদারে তাকে কোলে তুলে নেন সানি।
জন্মদিনের পার্টিতে সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে পৌঁছয় ছোট্ট নিশা।
পার্টিতে দেখা যায় করিশ্মা কাপুর পুত্র কিয়ান রাজ কাপুর ও অমৃতা অরোরার ছেলেকেও।