চিকিৎসায় আপাতত সুস্থ, মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি ইরফান খান
নিউরো এন্ডোক্রাইন টিউমারের চিকিৎসায় আপাতত বেশকিছুটা সুস্থ ইরফান খান। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরাবন্দি হলেন ইরফান।
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই হিন্দি মিডিয়াম-২ এর শ্যুটিং শুরু করেন ইরফান খান। যদিও এবিষয়ে ইরফান নিজে এখনও মুখ খোলেননি।
যদিও শোনা যাচ্ছে হিন্দি মিডিয়াম-২ কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন ইরফান।
দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসা শেষে গত মার্চে মুম্বই ফিরেছেন ইরফান খান।
দীর্ঘদিনপর ইরফানকে এভাবে সুস্থ দেখে বেশকিছুটা আশ্বস্ত তাঁর ভক্তরা।