মধ্যরাতে ধর্মা প্রোডাকশনের অফিসের সামনে ধরা পড়লেন রণবীর-আলিয়া
সোমবার মধ্যরাতে আন্ধেরিতে ধর্মা প্রোডাকশনের অফিসের সামনে ধরা পড়ে গেলেন রণবীর আলিয়া। (ছবি: যোগেন শাহ)
এদিন আলিয়ার পরনে ছিল অফ হোয়াইট রঙের ম্যাক্সি ড্রেস ও রণবীরকে দেখা গেল হালকা টি-শার্ট ও প্ল্যান্টে ছিমছাম লুকে। (ছবি: যোগেন শাহ)
ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় ও অয়ন মুখোপাধ্যায় পরিচালনায় 'ব্রহ্মাস্ত্র' ছবিতে দেখা যাবে রণবীর-আলিয়াকে। (ছবি: যোগেন শাহ)
রণবীর-আলিয়ার জুটির প্রথম ছবি ব্রহ্মাস্ত্র মুক্তি পাচ্ছে আগামী বছর। (ছবি: যোগেন শাহ)
সম্প্রতি রণবীরের পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে ছুটি কাটিয়ে ফিরেছেন আলিয়া।