লাল ট্রাডিশনাল পোশাকে মুগ্ধ করছেন `রাই`
কাতার শো ২০১৯এ যোগ দিতে ঐশ্বর্য রাই বচ্চন এই মুহূর্তে রয়েছেন দোহাতে।
কাতার শো ২০১৯এ অনুষ্ঠানে মনীশ মালহোত্রার ডিজাইন করা ট্রাডিশনাল পোশাকে দেখা গেল ঐশ্বর্যকে।
লাল ট্রাডিশনাল পোশাকের সঙ্গে এদিন ঐশ্বর্য পরেছিলেন লাল ঝুমকো ও হাতে কঙ্গন।
নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি পোস্ট করেছেন রাই।
কাতার ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ঐশ্বর্য।