দেখুন ছবিতে: শিশুদের আঁকা চিত্রের প্রদর্শনী শহরে
নিজস্ব প্রতিবেদন: শিশুদের আঁকা ছবির প্রদর্শনী চলছে গ্যালারি গোল্ডে।
বুধবার ওই প্রদর্শনীর উদ্বোধন করলেন বিশিষ্ট শিল্পী সুব্রত মুখোপাধ্যায়।
স্কুল পড়ুয়াদের নিয়ে এই প্রদর্শনী। তৃতীয় থেকে দশম শ্রেণির ছাত্রদের ছবি ঠাঁই পেয়েছে।
শিক্ষক নিত্যানন্দ পাল জানালেন, শিশুদের আঁকায় উত্সাহিত করতে একটা উদ্যোগ।
গ্যালারি নানা ধরনের ছবি ঠাঁই পেয়েছে। কয়েকটি ছবির বিষয়ভাবনা তো রীতিমতো অসাধারণ।