ছবি: বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন ফিরহাদ, মুকুলের সঙ্গে কথা মোদীর
নিজস্ব প্রতিবেদন: দমদম বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মোদীকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জাতীয় সম্পাদক রাহুল সিনহা, মুকুল রায় ও অর্জুন সিং।
প্রধানমন্ত্রীকে রাজ্য সরকারের তরফে ফুল দিয়ে এদিন অভ্যর্থনা জানান ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর দিলীপ, রাহুল ও অর্জুনরা তাঁকে স্বাগত জানান।
মুকুল রায়ের সঙ্গে বেশি কিছুক্ষণ কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে তা বেশ তাত্পর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের একাংশের।
রাজভবনে মোদীর সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এরপর কারেন্সি বিল্ডিংয়ের একটি অনুষ্ঠানে যাবেন। তারপর মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজে আলো ও শব্দ ব্যবস্থার উদ্বোধন করবেন নমো।
রাতে রাজভবনে থাকার কথা ছিল মোদীর। তবে রাত্রিযাপন বেলুড়মঠে করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তাঁর জন্য বেলুড় মঠে নৈশাহারের তোড়জোড় শুরু হয়েছে। শুধু তাই নয়, আগামিকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন, এদিন সকালে বেলুড় মঠে ধ্যানে বসবেন তিনি। সূত্রের খবর, আজ রাত সাড়ে ৮টা নাগাদ মঠে পৌঁছবেন নমো। সেখানে ঘণ্টাখানেক থেকে জলপথে ফিরে এসে তাঁর রাজভবনে থাকার কথা ছিল। কিন্তু, প্রধানমন্ত্রীর ইচ্ছেতেই সেই পরিকল্পনা বদল করা হয়েছে। মঠেই তাঁর জন্য নৈশাহারের ব্যবস্থা করা হচ্ছে।