ইউরোপের সঙ্গে তুলনা ভারতের গ্রামের, ছবি দেখে তাজ্জব সোশ্যাল মিডিয়া
নিজস্ব প্রতিবেদন: কেরালার একটি গ্রামকে নতুন করে সাজানো হয়েছে। যার ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ইউরোপের শহরের সঙ্গে তুলনা করেছে নেটিজেনরা। দেখুন সেই ছবি।
রাজ্যের পর্যটনমন্ত্রী কদকম্পল্লী সুরেন্দ্রেন উদ্বোধন করার পরই কোজিখোড জেলার ভাদাকরার কাছে করাককাদের নতুন ভগভাতানন্দ পার্কের ছবিগুলি দ্রুত সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
যেখানে দেখা যাচ্ছে, প্রশস্ত রাস্তা এবং আধুনিক নকশাসহ পার্ক বাড়ি ঘর। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
পার্কটিতে মূর্তি, উন্মুক্ত মঞ্চ, ব্যাডমিন্টন কোর্ট, খোলা জিমনেসিয়াম এবং শিশুদের খেলার প্রাঙ্গন রয়েছে।
রাস্তার পাশে থাকা টয়লেটগুলিও নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে। ওই জায়গায় হুইলচেয়ার নিয়ে যাওয়ার জন্য আলাদা রাস্তা করা হয়েছে।
এই এলাকাটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২.৮০ টাকা।
তৈরি করেছে Uralungal Labour Contractors Cooperative Society (ULCCS)