ছাতনাতলায় যে সব ক্রিকেটাররা...
২০১৭ সালে ডিসেম্বর বলিউড সেলেব অনুষ্কাকে বিয়ে করেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি
গত বছর অক্টোবরে ক্লেয়ার র্যাটক্লিফকে বিয়ে করেন ইংল্যান্ড ক্রিকেট টিমের অলরাউন্ডার বেন স্টোক্স।
২০১৬ সালে ৩০ নভেম্বর হ্যাজেল কিচকে বিয়ে করেন যুবরাজ সিং।
২০১৩সালে শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ বিয়ে করেন হেসানি সিলভাকে।
ভারতের জামাই সোয়েব মালিক সানিয়াকে বিয়ে করেন ২০১০ সালে।
চিকিত্সক অঞ্জলি মেহেতাকে ১৯৯৫ সালে বিয়ে করেন সচিন তেন্ডুলকর।
২০১৫ সালে গীতা বাসরাকে বিয়ে করেন হরভজন সিং
শাকিব অল হাসান এবং আহমেদ শিশির। তাঁদের বিয়ে হয় ২০১২ সালের ডিসেম্বরে
২০১১ সালের অক্টোবরে দিল্লির মেয়ে নাতাশা জৈনের সঙ্গে বিবাহ হয় নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরের